বাংলাদেশের খবর

আপডেট : ২৪ এপ্রিল ২০২০

দিল্লি ও চেন্নাই থেকে ঢাকায় ফিরছেন ৩২৯ জন


করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় ভারতে আটকে পড়েছেন অন্তত আড়াই হাজার বাংলাদেশি। এঁদের মধ্যে আজ দ্বিতীয় দফায় দিল্লি ও চেন্নাই থেকে দুটি আলাদা ফ্লাইটে ঢাকা যাত্রা করে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেছে ৩২৯ জন বাংলাদেশি।

শুক্রবার দুপুরে দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এ তথ্য জানান । হাইকমিশনার জানান, দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৬৩ জন এবং ইউএসবাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ১৬৬ জন যাত্রী ঢাকার পথে যাত্রা করে ।

বিকেল সাড়ে চারটার দিকে ফ্লাইট দুটি ঢাকায় পৌঁছায়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় এসব যাত্রীকে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশের যাত্রীদের দিল্লি থেকে ঢাকায় পাঠানোর সময় মোহাম্মদ ইমরানসহ বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা ঢাকায় ফেরত বাংলাদেশের যাত্রীদের সব ধরণের সহযোগিতা করেন। মোহাম্মদ ইমরান জানান, এসব যাত্রী বেশির ভাগই চিকিৎসাধীন রোগী। তবে বেশ কিছু শিক্ষার্থীও রয়েছেন। এর আগে গত ২০ এপ্রিল চেন্নাই থেকে প্রথম ফ্লাইটে ১৬৪ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১