বাংলাদেশের খবর

আপডেট : ২৪ এপ্রিল ২০২০

অর্ধেকের বেশি ঢাকা মহানগরীর

সারা দেশে ২৩৪ পুলিশ আক্রান্ত করোনায়


পুলিশকরোনাভাইরাসে পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে পুলিশের ২৩৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের অর্ধেকের বেশি ঢাকা মহানগরীতে।

ঢাকায় ১১৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে নারী পুলিশ এবং পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও আছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
সারা দেশে ৬৫২ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে।

ঢাকা মহানগরীতে প্রথম করোনা ধরা পড়েছিল ১১ এপ্রিল। এরপর ১২ দিনেই আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এই হিসাবে প্রতিদিন গড়ে ১০ জন করে পুলিশ সদস্য ঢাকায় আক্রান্ত হচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১