বাংলাদেশের খবর

আপডেট : ২৫ এপ্রিল ২০২০

ফিফা হাজার কোটি টাকা দিচ্ছে সদস্য দেশগুলোকে


বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে বিপর্যস্ত ফুটবল বিশ্ব। এমতাবস্থায় ফুটবলকে বাঁচাতে আর্থিক সহযোগিতা দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সংস্থাটির পরিচালনা পর্ষদ জানায়, সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার বা ১ হাজার ২৭৮ কোটি টাকা দেয়া শুরু হয়েছে।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানান, ‘করোনা মহামারিতে ফুটবল বিশ্বে যে ক্ষতি হয়েছে, তা সামলে নিতে আগামী কয়েকদিনের মধ্যে সদস্য দেশগুলোকে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে।’

তিনি জানান, ‘চলমান সংকট ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া ফিফার দায়িত্ব। আর এই কাজ শুরু হলো বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে এমন সদস্য দেশুগুলোকে জরুরি অর্থ সাহায্য দেয়ার মাধ্যমে।’

যেখানে বিশ্বব্যাপী ২১১টি সদস্য দেশকে এখান থেকে সাহায্য করা হবে। এর দ্বিতীয় কিস্তিটি ২০২০ সালের জুলাই মাসে দেওয়ার কথা ছিল। তবে করোনার কারণে আগেই এটি দিতে হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১