বাংলাদেশের খবর

আপডেট : ২৫ এপ্রিল ২০২০

কিম জং উন কি মারা গেছে? কে হবে পরবর্তী উত্তরাধিকারী?


উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্বাস্থ্য অবস্থা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

চীনের সরকার সমর্থিত হংকং স্যাটেলাইট টেলিভিশন জানায়, কিম জং উন মারা গেছেন। তবে তার মৃত্যুর খবর কেউই নিশ্চিত করেনি।

পরে শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিম জং উনের স্বাস্থ্যের অবস্থা কেমন সেটি খতিয়ে দেখতে একটি মেডিকেল টিম পাঠিয়েছে চীন। এর আগে চীনের সরকার সমর্থিত হংকং স্যাটেলাইট টেলিভিশন জানায়, কিম জং উন মারা গেছেন। তবে তার মৃত্যুর খবর কেউই নিশ্চিত করেনি।

এদিকে তার পরবর্তী উত্তরাধিকারী খোঁজাখুঁজি শুর হয়েছে। 

কিমের পরে তার বোন বা ভাই রাজবংশের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। আন্তাজার্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুধু কিমের বোন হিসেবে নয়, উত্তর কোরিয়ার রাজনীতিতে এক সক্রিয় ভূমিকা পালন করে আসছে কিম ইয়ো জং। কোরিয়ার রুলিং ওয়ার্কার পার্টির একজন সিনিয়র মেম্বার তিনি। সেই সাথে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশীল নারী হিসেবে পরিচিত কিম ইয়ো জং। 

রাজনীতিতে আগ্রহের জের ধরে গত মাসে তিনি জানান, ভাইয়ের সঙ্গে এখন থেকে মূল সম্মেলনগুলোতে যোগ দেবেন তিনি।

এদিকে কিম জং উনের ভাই কিম জং চলের রাজনীতিতে তেমন কোনো আগ্রহ নেই। গানই তার জীবনের অন্যতম আগ্রহের জায়গা। সে হিসেবে কিমের পর রাজবংশের দায়িত্ব আসছে তার বোন কিম ইয়ো জং এর ওপর।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১