বাংলাদেশের খবর

আপডেট : ২৫ এপ্রিল ২০২০

না ফেরার দেশে দেশের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান


না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীন আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান।

আজ শনিবার বিকেল সোয়া ৪টায় ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ--রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।  

মৃত্যকালে তিনি  স্ত্রী, ছেলে মশিউজ্জামান রুমেল, মেয়ে টাঙ্গাইল সংক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। 

পারিবারিক সুত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে লোক সমাগম এড়াতে আজ শনিবারই জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য,খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর জন্মগ্রহন করেন। তিনি টাঙ্গাইল-২ গোপালপুর- ভূঞাপুর  আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮  সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে  সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১