বাংলাদেশের খবর

আপডেট : ২৬ এপ্রিল ২০২০

আরও পাঁচ ফ্লাইটে ফিরবে যুক্তরাজ্যের নাগরিকরা


আরও পাঁচটি ফ্লাইটে করোনা প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে থাকা নাগরিকদের ফেরাতে নতুন করে ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার।

২৯ এপ্রিল থেকে ক্রমান্বয়ে এসব চার্টার্ড ফ্লাইট বাংলাদেশ থেকে নাগরিকদের নিয়ে ছেড়ে যাবে বলে রোববার এক ভিডিও বার্তায় জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

নতুন পাঁচ ফ্লাইটের প্রথমটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে ২৯ এপ্রিল। এরপর ১, ৩, ৫ এবং ৭ মে যাবে বাকী চার ফ্লাইট।

এর আগে নাগরিকদের ফেরাতে যে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল, তার তিনটিতে মোট ৬৩৯ জন ঢাকা ছেড়ে গেছেন। রোববার বিকালে যাবে চতুর্থ ফ্লাইটটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১