বাংলাদেশের খবর

আপডেট : ২৭ এপ্রিল ২০২০

আজ থেকে কাজে ফিরছেন বরিস জনসন


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা জয় করে দীর্ঘ তিন সপ্তাহের অধিক সময় পর কাজে ফিরছেন। আজ সোমবার থেকে তিনি অফিস করবেন বলে তার সহকারীর বরাতে জানিয়েছে বিবিসি।

এর আগে, চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হওয়ার পর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করতে হয় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে।

পরিস্থিতি আরও জটিল হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটেও (আইসিইউ) নিতে হয় লেবার পার্টির এই নেতাকে। তিন রাত আইসিইউতে থাকার পর জনসনকে নেওয়া হয় রিকভারি ইউনিটে। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে ফিরে আসেন তিনি। সেখানেই পূর্ণ বিশ্রামে থেকে এবার দায়িত্ব বুঝে নিতে প্রস্তুত জনসন।

তার পরিবর্তে এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১