বাংলাদেশের খবর

আপডেট : ২৭ এপ্রিল ২০২০

গাজীপুরে র‌্যাবের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত


গাজীপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রবিউল ইসলাম রবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পূবাইল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রবিউল সিটি করপোরেশনের টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ‘রোববার দিবাগত রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে বাকিরা পালিয়ে গেলেও রবিউল গুলিবিদ্ধ হন।

তিনি জাানন, ‘এসময় সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের সৈনিক কামরুল ইসলাম আহত হন। পরে ঘটনাস্থল থেকে রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।’

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি এবং ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১