বাংলাদেশের খবর

আপডেট : ২৭ এপ্রিল ২০২০

টঙ্গীবাড়িতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


রমজানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুলাপুর বাজারে মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিামানা করেছে।

দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় তিনি ২টি মুদি দোকানকে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় হুমায়ন ষ্টোরকে এক হাজার টাকা, মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে পন্য বিক্রি করার অপরাধে পাভেল ষ্টোরকে এক হাজার টাকা এবং তিনটি লাকরি দোকানে ওজনে কারচুপি করে লাকরি বিক্রয় করার অপরাধে জয়নাল লাকরির ঘর, রাজন লাকরির ঘর, এবং আমির লাকরি ঘরকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেয়।

অভিযান চলাকালে বাজারের দোকানের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১