বাংলাদেশের খবর

আপডেট : ২৯ এপ্রিল ২০২০

রামুতে ডিবির সাথে গোলাগুলিতে, নিহত ১


কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশের (ডিবি) গোলাগুলিতে মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালার রাবারবাগান এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি একজন ইয়াবা কারবারি ছিলেন।

ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশি বন্দুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, রামু রাবার বাগান এলাকায় পুলিশের চেকপোষ্টে একটি মোটরসাইকেলকে থামাতে বলা হয়, কিন্তু সে আইন অমান্য করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় পাচারকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১