বাংলাদেশের খবর

আপডেট : ২৯ এপ্রিল ২০২০

এ নিয়ে ৪ বার করোনায় আক্রান্ত হলেন দিবালা


এই নিয়ে ছয় সপ্তাহে মোট চারবার করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা।

ড্যানিয়েল রুগানি ও ব্লাইস মাতুইদির পর জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা। 

গেল ২১ মার্চ বান্ধবী ওরিয়ানা সাবাতিনিসহ আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন নিজেই। 

তিনি বলেন, 'সবাইকে জানাতে চাই আমার এবং ওরিয়ানার কোভিড-নাইনটিন টেস্ট পজিটিভ এসেছে। আমরা সৌভাগ্যবান এখনও ভালো আছি। ধন্যবাদ যারা আমাদের খোঁজ নিয়েছেন।'

এরপর সুস্থ হয়ে যান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে ধাপে ধাপে চারবার টেস্ট করালে প্রতিবারই ফলাফল পজিটিভ এসেছে।

নতুন করে আক্রান্ত হলেও বর্তমানে তিনি অবশ্য শঙ্কা মুক্ত রয়েছেন এমনটাই জানাচ্ছে ফুটবল বিষয়ক গণমাধ্যমগুলো।

এদিকে ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে লকডাউন শিথিলের আদেশ দিয়েছেন। ৪ মে থেকে সিরি আ’র দলগুলো অনুশীলনে ফিরবে। জুনের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে খেলা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১