বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মে ২০২০

কাশ্মীরের ভারতীয় অংশে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ উর্ধ্বতন কর্মকর্তাসহ ৫ সেনা নিহত


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই কর্নেল ও মেজরসহ ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। জঙ্গিদের হাতে জিম্মি হওয়া লোকজনকে উদ্ধারের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই জঙ্গিও নিহত হয়।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, জঙ্গিরা বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে জিম্মি করেছে এমন খবর পেয়ে কাশ্মীরের কূপওয়ারা জেলার হান্দুয়ারা এলাকায় শনিবার (২রা মে) অভিযানে নামে যৌথবাহিনী।

অভিযান চলার সময় শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই এলাকায় দুই জঙ্গি নিহত হয়। তখন থেকে চলমান ছিল সেনা অভিযান।

এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে অভিযানে জঙ্গিদের কবল থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ওই জঙ্গিরা কোন সংগঠনের তাও জানা যায়নি।

গত ১৫ দিনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২০ জঙ্গি নিহত হয়েছে। ভারতের অভিযোগ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয় পাকিস্তান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১