বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মে ২০২০

কুমিল্লায় বিআরডিবির বাস্তবায়িত প্রকল্পের কর্মচারীরা দুই মাস বেতন ভাতা পাচ্ছে না


কুমিল্লার বিআরডিবির আওতাধীন বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে কর্মরত কর্মচারীরা বকেয়া বেতনের দাবি তুলেছে। সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংস্থাটির অফিসের সামনে কর্মচারিরা এ দাবী তুলে জড়ো হয়। এ সময় জেলার ১৭টি উপজেলায় কর্মরতরা এ দাবীতে অংশ নেয়।

কর্মচারীরা জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে ঋণ কার্যক্রম স্থবির আছে। যার ফলে মার্চ মাস থেকে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে বিআরডিবির দেয়া ঋণ প্রকল্পসহ সব প্রকল্পই বন্ধ রয়েছে। এসব প্রকল্পের ঋণের লভ্যাংশ থেকে তাদের বেতন দেয়া হতো। বর্তমানে লকডাউন চলায় এসব প্রকল্পও থেমে আছে। লকডাউন না উঠা পর্যন্ত গ্রাহকদের ঋণ দেয়া ও লভ্যাংশ উঠানো যাবে না। তাই তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

উল্লেখ্য,কুমিল্লা জেলায় ১৭টি উপজেলায় ২১৯ জন কর্মচারী এসব প্রকল্পে নিয়োজিত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১