বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মে ২০২০

অসহায়দের জন্য নিলামে তাসকিন ও সৌম্যের বল-ব্যাট


করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে খেলোয়াড়ি জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোকেই নিলামে তুলেছিলেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। মহামূল্যবান হ্যাট্রিকের বলটি নিলামে তুলেছিলেন তাসকিন আর প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া ব্যাট নিলামে তুলেছিলেন সৌম্য।

নিলামে তাসকিনের বল বিক্রি হয়েছে চার লাখ টাকায়। আর সাড়ে চার লাখে বিক্রি হয়েছে সৌম্যের ব্যাট। নিলামের আয়োজকরা জানিয়েছেন ব্যাট ও বল দুটিই কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক।

সকল আনুষ্ঠানিকতা শেষে জানানো হবে ব্যাংকের নাম। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তাসকিন। যদিও বৃষ্টির কারণে ম্যাচটিতে কোন ফলাফল হয়নি। আর, ২০১৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন সৌম্য সরকার।

৯৪ বলে সেঞ্চুরি তুলে বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন সৌম্য। করেছিলেন ১৪৯ রান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১