বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মে ২০২০

মুনতাসীর মামুনের অবস্থা স্থিতিশীল, আইসিইউতে স্থানান্তর


করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুনের আইসিইউতে নেওয়া হয়েছে। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালটির নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ এ তথ্য জানান।

তিনি বলেন, “গত রোববার রাতে ভর্তি হওয়ার পরই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা মোটামোটি স্টেবল আছে। তার হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে। তার যে শারীরিক অবস্থা তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সোমবার দুপুরের মধ্যেই তার নমুনা পরীক্ষার ফলাফল আসবে।

৬৯ বছর বয়সী এই অধ্যাপক শরীরে নভেল করোনাভাইরাসের সব লক্ষণ-উপসর্গ বিদ্যমান রয়েছে।

অধ্যাপক মুনতাসীরের পারিবারিক বন্ধু কবি তারিক সুজাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ১৮ এপ্রিল মা জাহানারা খান কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে যান অধ্যাপক মামুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১