বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০২০

বিশ্বে করোনার থাবায় আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে


চার মাস আগে উৎপত্তি হওয়া করোনা এখন পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিশ্বের ২১২টির মতো দেশ ও অঞ্চলে। যেখানে অদৃশ্য এই ভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে স্বজন হারাদের মিছিল।

যার শিকার হয়ে পৃথিবী ছাড়তে হয়েছে আড়াই লাখের বেশি মানুষকে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনায় এখন পর্যন্ত বিশ্বের ২ লাখ ৫২ হাজার ২৪১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৫ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৮২ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা ৩৬ লাখ ৪৩ হাজার ২৭১ জনে ঠেকেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১