বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০২০

কুমিল্লার সর্ববৃহৎ রাজগঞ্জ বাজার তিনদিনের লকডাউন


কুমিল্লা নগরীর রাজগঞ্জে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় বাজারটি তিন দিনের জন্য লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন বাজারটি লকডাউন করেন।

জানা যায়, সোমবার রাজগঞ্জ রাজবাড়ী কম্পাউন্ডে রৌশন ভিলায় বসবাস করা প্রবাস ফেরত মনির হোসেনের করোনা পজেটিভ আসে। তার আগে মনির হোসেন করোনা উপসর্গ নিয়ে একাধিকবার রাজগঞ্জ বাজারে যান। পরিবারের জন্য বাজার করেন। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে রাজগঞ্জ বাজারটি লকডাউনের সিদ্ধান্ত নেন কুমিল্লা জেলা প্রশাসন। এদিকে করোনা আক্রান্ত মনির হোসেন সম্ভাব্য যে সব দোকানে গিয়েছিলেন মঙ্গলবার সব দোকানীর নমুনা সংগ্রহ করা হয়।

আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন বলেন, আজ থেকে আগামী তিন দিন বাজারটি বন্ধ থাকবে। আক্রান্ত রোগীর পরিবার যে সকল দোকান থেকে কেনাকাটা করেছে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১