বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০২০

কুমিল্লায় করোনা জয়ী সাতজনকে শুভেচ্ছা চিকিৎসকদের


কুমিল্লার বুড়িচংয়ে করোনা জয়ী সাতজনকে শুভেচ্ছা জানালেন চিকিৎসকরা। নিয়ম মাফিক কোয়ারেন্টিন পালন ও সঠিকভাবে ওষুধ সেবনে সাতজন করোনা মুক্ত হয়েছেন। মঙ্গলবার বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

সুস্থরা হচ্ছেন, জিয়াপুর গ্রামের শিশু মোহাম্মদ সুদাইদ, মোহাম্মদ আব্দুল্লাহ ও তাদের ফুপু নার্গিস আক্তার। শিশুদের দাদি ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও সুস্থ হয়েছেন বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনির হোসেন,গাড়ি চালক সাগর,বালিখাড়া গ্রামের মা সাথী আক্তার ও ছেলে মাহতাব,গোবিন্দপুর গ্রামের শিশু সাদিয়া।

এ নিয়ে বুড়িচংয়ে জনমনে অনেকটা স্বস্তি বিরাজ করছে।

ডা. মীর হোসেন মিঠু বলেন, বুড়িচংয়ে আটজন আক্রান্তের মধ্যে সাতজন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সবাই ঘরে থাকলে, নিয়ম মেনে চললে আক্রান্তের হার কমে যাবে। আক্রান্তরা নিয়ম মেনে চললে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১