বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

বকশীগঞ্জে হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের


জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় হাতি তাড়াতে গিয়ে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষক মারা গেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের বাড়ী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের উত্তরপলাশতলা গ্রামে। সে ওই গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ও বুধবার ভারত থেকে ৩০-৩৫ টি বুনোহাতি সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে।  ফসল রক্ষা করার জন্য স্থানীয় এলাকাবাসী হাতি তাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরে একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে । এতে করে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়। পরে এলাকাবাসী লাশ বাড়ি নিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১