বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

ভারতে কারখানার গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ৮ জনের মৃত্যু


ভারতের অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তমের কাছে এলজির একটি পলিমার প্ল্যান্ট থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় শিশুসহ  অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশেপাশের এলাকার প্রায় ২০০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ভর্তি করা হয়েছে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে। দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল সেখানে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।  

বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিস্টার পলিথিন তৈরি হত ওই কারখানায়। সেই কাজে ব্যবহার করা হত সিটাইরিন নামের গ্যাস। যা মানব শরীরের পক্ষে বিষাক্ত। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে ওই কারখানা থেকে গ্যাস লিক করা শুরু হয়। সে সময় কারখানায় ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই গ্যাসের দরুণ অজ্ঞান হয়ে পড়েন তারা। ফলে তখন উদ্ধার কাজের জন্য খবর দেওয়া সম্ভব হয়নি। ফলে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে লোকালয়ে। সাড়ে চারটের দিকে আশেপাশের এলাকার বাসিন্দারা চোখ জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। যার জেরে ঘুম ভেঙে যায় অনেকের। তার পর খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তাঁরা উদ্ধার কার্য চালাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১