বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

চট্টগ্রাম বন্দরে কাঁচামাল খালাসে ভোগান্তিতে ব্যবসায়ীরা


আমলাতান্ত্রিক জটিলতায় পণ্য খালাসে বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে।

করোনা মোকাবিলায় যখন পারস্পরিক সহযোগিতার কথা বলা হচ্ছে, তখন চট্টগ্রাম বন্দরে হয়রানির অভিযোগ তুলছেন বরিশালের ব্যবসায়ীরা। রপ্তানিকারকরা বলছেন, সব পক্ষ আন্তরিক না হলে, অর্থনীতিতে বৈশ্বিক মহামারীর ধাক্কা সামলানো কঠিন হবে।

৬৪ দেশে, বছরে ৬০ লাখ জোড়া জুতা রপ্তানি করে ফরচুন সুজ। বৈশ্বিক মহামারীর এই আকালেও, ইউরোপের ৫টি দেশ থেকে রপ্তানি আদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু পণ্য তৈরির কাঁচামাল খালাসে ভোগান্তিতে ফেলেছে চট্টগ্রাম বন্দরের আমলাতন্ত্র।

পণ্য খালাস করে বন্দরকে জটমুক্ত করা, একই সাথে সাধারণ ছুটির সময়ে বিলম্ব ফি মওকুফের জন্য বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন রপ্তানীকারকরা। তারা বলছেন, অর্থনীতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনে ফিরেছেন তারা। কিন্তু বন্দরের সহযোগিতা না পেলে, রপ্তানিতে গতি আনা কঠিন হবে।

স্থানীয় প্রশাসনও স্বাস্থ্যবিধি মেনে কাজের উৎসাহ যুগিয়ে মনিটরিং করছেন বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফরুক বলছে, সরকারের নির্দেশনা অনুযায়ীই তারা কাজ করছেন। এরপরও যদি সরকারি কোন সিদ্ধান্ত আসে আমরা সে অনুযায়ি ব্যবস্থা নিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১