বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

বিএসএমএমইউতে করোনা টেস্টের দীর্ঘ লাইন


করোনার নমুনা পরীক্ষা ও ফলাফল নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনেক ভিড় বেড়েছে। উপসর্গ নিয়ে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় করছেন তারা। আইন সৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও ভিড়ের চিত্র শুধু আজকের নয়, প্রতিদিনের।

এখানে লাইনে থাকাদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরও তারা সতর্ক হচ্ছেন না। অনেকেই বলছেন কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও, সামাজিক দূরুত্ব মানছেন না।

দূরদূরান্ত থেকে আসা অনেকেই নমুনা দিতে পারছেন না। অনেকে কয়েকদিন ঘুরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সময়মতো নমুনা দিতে না পারায় ভোগান্তিতে অনেকে।

এমনকি আক্রান্তদের জন্য আলাদা লাইন নেই। করোনা পজিটিভ নিয়েও কেউ কেউ দাঁড়াচ্ছেন সাধারণ লাইনে। এতে আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১