বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

টাঙ্গাই‌লে পু‌লিশ কর্মকর্তা ও চার স্বাস্থ‌্যকর্মীসহ ১২জন ক‌রোনায় আক্রান্ত


টাঙ্গাই‌লে এক পু‌লিশ কর্মকর্তা ও চারজন স্বাস্থ‌্যকর্মীসহ জেলায় নতুন ক‌রে ১২জন ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে জেলায় মোট ৪৪জ‌ন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।বৃহস্পতিবার সকা‌লে, বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সি‌ভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

গোপালপুর থানার অ‌ফিসার ইনচার্জ মোস্তা‌ফিজুর রহমান জানান, ক‌রোনা শনা‌ক্তের পর আমার সংস্পর্শে আসা সাত পু‌লিশ সদস‌্য হোম কোয়া‌রেন্টাইনে র‌য়ে‌ছে। আমি প‌রিবার নি‌য়ে আই‌সো‌লেশ‌নে র‌য়ে‌ছি।

জেলা সি‌ভিলসার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান ব‌লেন, গোপালপুর থানার ও‌সিসহ দুইজন, ধনবা‌ড়িতে তিনজন স্বাস্থ‌্যকর্মী ও মির্জাপুরে একজন স্বাস্থ‌্যকর্মীসহ দুই জন, ভূঞাপুরে একজনসহ জেলায় মোট ১২জন নতুন ক‌রে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। যাদের অনেকের শরীরে প্রাথমিক উপসর্গ নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১