বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

কালীগঞ্জে সংবাদকর্মীদের পিপিই দিলেন এসপি শামসুন্নাহার


করোনা সংক্রমণ প্রতিরোধে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের মাঝে ৫৬টি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সহ সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন গাজীপুর জেলার পুলিশ সুুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম।

এসপি শামসুন্নাহারের ব্যাক্তিগত উদ্যোগে করোনাযুদ্ধে ফ্রন্ট লাইনের যোদ্ধা গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকদের সুরক্ষায় এসব পিপিই প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুুপারের পক্ষে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক ও পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের হাতে তুলে দেন এসব সামগ্রী।

এ সময় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১