বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের জন্য নির্দেশনা


সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোষ্ট, ছবি-ভিডিও আপলোড, এমনকি লাইক, কমেন্ট ও শেয়ার করা থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা সংক্রান্ত এক পরিপত্রে একথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ঐক্য ও চেতনা পরিপন্থি কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পোষ্ট, ছবি-ভিডিও আপলোড, এমনকি লাইক, কমেন্ট ও শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিরত থাকতে বলা হয়েছে, লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য প্রকাশ করা থেকেও। একইসঙ্গে ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়াও কন্টেন্ট সিলেকশন ও ফ্রেন্ড নির্বাচনে সতর্কতা এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স ও শেয়ার পরিহার করতে আহ্বান জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১