বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০২০

ডিজিটালি বিচারের অধ্যাদেশ আসছে


করোনা সঙ্কটকালে তথ্য-প্রযুক্তি ব্যবহার ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচার কাজ পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিটিভির ক্যমেরার মাধ্যমে এক সংবাদ সম্মেলনে জানান, সংসদ অধিবেশন না চলায় জরুরি ভিত্তিতে অধ্যাদেশটি জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এই ব্যবস্থায় আসামিকে জেলখানায় রেখে, আইনজীবীকে বাসায় রেখে ও সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং ও অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে বিচারকাজ করা সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অধ্যাদেশ হিসেবে জারি করবে। আর পার্লামেন্ট বসার প্রথম দিনই এটি সেখানে উপস্থাপিত হবে।

এদিকে, দেশে বিদ্যমান আইন অনুযায়ী আদালত সব পক্ষের সশরীরে উপস্থিত থেকে মামলার বিচার কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটিতে গত ২৬শে মার্চ থেকে অফিস-আদালত বন্ধ রয়েছে।
 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১