বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মে ২০২০

দেশে করোনায় মৃত্যু দু'শ ছাড়াল, আক্রান্ত বেড়ে ১৩ হাজার


বাংলাদেশে করোনা শনাক্তের দুই মাসের মধ্যে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেল। সেই সাথে রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ হাজার ।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৯৪১টি নমুনা পরীক্ষার পর আরও ৭০৯ জনের মধ্যে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার হাজার ১৩৪ জন।

এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের; বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় ১৫১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ১০১ জন।

সারা দেশে মোট ৩৫টি ল্যাবে গত এক দিনে ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১