বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মে ২০২০

বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল দেশটির ১৭০ শিক্ষার্থী


করোনায় বাংলাদেশে আটকে পড়া ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী ঢাকা ছেড়েছেন। শুক্রবার সকালে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান।

এসময় তিনি বলেন, প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যাল কলেজে আটকে পড়া শিক্ষার্থীদের কাশ্মিরের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতির কথাও জানান রিভা গাঙ্গুলি।

তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন। শিক্ষার্থীরা তাদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১