বাংলাদেশের খবর

আপডেট : ০৯ মে ২০২০

এপ্রিলে মাত্র ৫২ কোটি ডলারের পণ্য রপ্তানি


করোনার কারণে দেশের পণ্য রপ্তানি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। গত মার্চে ২৭৩ কোটি ডলারের পণ্য রপ্তানির পর গত মাসেই তলানীতে ঠেকেছে রপ্তানি বাণিজ্য। সবমিলিয়ে এপ্রিলে রপ্তানি হয়েছে মাত্র ৫২ কোটি বা ৪ হাজার ৪২০ কোটি ডলারের পণ্য, যা গত বছরের এপ্রিলের চেয়ে ৮২ দশমিক ৮৫ শতাংশ কম।

করোনার কারণে গত মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের চেয়ে অর্ধেকের কম হয়েছে পণ্য রপ্তানি আয়। গত এপ্রিলে ১০৮ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের এপ্রিলে প্রবাসী আয় এসেছিল ১৪৩ কোটি ডলারের প্রবাসী আয়। সেই হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুই খাতই বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে মরণঘাতী ভাইরাস।

এপ্রিলের বির্পযয়ের কারণে সামগ্রিক পণ্য রপ্তানি কম গেছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ২ হাজার ৯৪৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ কম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১