বাংলাদেশের খবর

আপডেট : ১১ মে ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে একমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড


যুক্তরাষ্ট্রে করোনার ভয়াল থাবা পার করার একমাসের মধ্যে আজ সোমবার সর্বনিম্ন মৃত্যু হয়েছে সাড়ে ৭শ জনের। মোট মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি। আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে দেশটিতে। স্পেন, যুক্তরাজ্য ও ইতালির পর এবার দুই লাখের বেশি করোনায় আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে রাশিয়ার নাম। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৯ হাজারের বেশি। তবে মৃত্যু তুলনামূলক কম। এখন পর্যন্ত প্রাণ গেছে ১ হাজার ৯১৫ জনের।

সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখের বেশি। ১৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার।

আর ইউরোপের দেশগুলোতে মৃত্যু কমলেও লেটিন আমেরিকার দেশ ব্রাজিলে বাড়তে শুরু করেছে মৃত্যু। একদিনে প্রাণ গেছে ৪৬৭ জনের, মোট মৃত্যু ১১ হাজারের বেশি। আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১