বাংলাদেশের খবর

আপডেট : ১১ মে ২০২০

উহানে আবারও নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি


একমাসেরও বেশি সময় পর করোনার প্রাদুর্ভাব শুরু হওয়া চীনের উহানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন। গত দশ দিনের মধ্যে প্রথমবার আক্রান্তের সংখ্যা দুই অংকে পৌঁছেছে দেশটিতে।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে ১২ জন দেশেই আক্রান্ত হয়েছেন এবং দুই জন বিদেশ ফেরত। এর মধ্যে বেশিরভাগই জিলিন প্রদেশের। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে করোনায় মৃত্যু হয়নি কারও।

এদিকে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দ্রুত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। চীনের সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯০১ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১