বাংলাদেশের খবর

আপডেট : ১৩ মে ২০২০

করোনায় পেছাল ২০২১ নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্ব


জুলাইয়ে হচ্ছে না ২০২১ নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব। স্থগিত করা হয়েছে ২০২২ ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্বও। করোনাভাইরাসের প্রকোপের কারণে আপাতত পিছিয়ে দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

শ্রীলঙ্কার আয়োজনে এই বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কথা ছিল তিন দলের। বিশ্বকাপের টিকিট এরই মধ্যে পেয়ে গেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার ও স্বাগতিক নিউজিল্যান্ড।

বাকি তিন স্লটের জন্য বাংলাদেশকে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৯শে জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এই বাছাইপর্ব।

মঙ্গলবার শ্রীলঙ্কায় হওয়া এক বৈঠকের পর আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বাছাইপর্ব স্থগিতের কথা জানায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১