বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মে ২০২০

টঙ্গীবাড়িতে চার দোকানে জরিমানা


মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে ভোক্তা অধিকার অধিদপ্তর ও ক্যাবের অভিযানে চার দোকানে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বালিগাও বাজারে অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় তিনি মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে ঔষধ প্রদর্শন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ফারজানা ফার্মেসীকে ২ হাজার টাকা, পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় আসলাম সুইসটকে ৩৭ ধারায় ২হাজার টাকা, ধার্যকৃত মূল্যের থেকে বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে মৃর্ধা ষ্টোরকে ৪০ ধারায় ১হাজার টাকা ও পণ্য সামগ্রী মূল্য তালিকা লটকায়ে প্রদর্শন না করার অপরাধে সাত্তার ষ্টোরকে ৩৮ ধারায় ১হাজার টাকা অর্থদন্ড দেন।

অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১