বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মে ২০২০

সিরাজগঞ্জের যমুনায় নৌকাডুবি, আরো ২ জনের লাশ উদ্ধার


সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে আর এখনো নিখোঁজ রয়েছে প্রায় ১৫ জন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার স্থলচল এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা  হলো-বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত জহির ফকিরের ছেলে পাষান আলী ফকির (৬৫), একই উপজেলার চরনবিপুর গ্রামের শামীম হোসেনের ছেলে শিশু নাইমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্নতলী গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শেখ কামাল মোল্লা (৪৫), শাহজাদপুর উপজেলার কৈজুরী জয়পুর গ্রামের এলাকার আব্দুর রশিদের ছেলে আমজাদ হোসেন (৪৫) ও একই গ্রামের নসিব সেখের ছেলে আজিজুল ইসলাম (৩৮)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭৭জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারণে ডুবে যায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে। এ সময় স্থানীয় ও পুলিশের সহায়তা ৫৭ জনকে জীবিত করা হয় এবং দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়। রাত পর্যন্ত ১৭জন নিখোজ ছিল। বুধবার সকালে চৌহালীর জোতপাড়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আরো একজনের মরদেহ উদ্ধার করেন। এ নিয়ে মোট ৫জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৫জন নিখোঁজ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, সিরাজগঞ্জ, বেলকুচি ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের ৯জন কর্মী এবং ঢাকার ৪জন ডুবুরীদলের সমন্বয়নে উদ্ধার অভিযান চলছে। নোঙর দিয়ে ডুবে যাবার নৌকার সন্ধান করেছি কিন্তু এখনো সন্ধান পায়নি। নিখোজ ব্যক্তিদের খোজার জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।  

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহমেদ মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফেরাত ও স্বজনদের প্রতি শোক জ্ঞাপন করে জানান, মৃত প্রত্যেক পরিবারকে সহায়তা করা হবে। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১