বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মে ২০২০

চৌদ্দগ্রামে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু


করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন জাফর আহাম্মেদ মজুমদার সুমন (৩৫) নামের এক ব্যক্তি।

বুধবার রাত ১১টার দিকে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তথ্যটি নিশ্চিত করেছেন নিহত সুমনের প্রতিবেশি সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী।

তিনি বায়েফার্মা ফ্যাক্টরির প্রডাক্টশন ইনচার্জ এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মজুমদার বাড়ির মরহুম আবুল কাশেম মজুমদারের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে জাফর আহাম্মেদ মজুমদার সুমন ঈদের কয়েকদিন আগে বাড়িতে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তিনি ফেনী সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার সকালে নামাজে জানাযা শেষে তাকে শর্শদী দীঘির পাড় কবরস্থানে দাফন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১