বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মে ২০২০

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবি: আরও ২ মরদেহ উদ্ধার


যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর খাষকাউলিয়া ও কাঠালিয়া চর এলাকা থেকে শুক্রবার দুপুরের দিকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেলকুচি উপজেলার পারসগুনা গ্রামের দিনমুজুর সাইদুল ইসলাম (৬০) ও অপরজন অজ্ঞাত (৪০)। এ নিয়ে গত ৪ দিনে মোট ১২টি লাশ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার সকালের দিকে এলাকাসির সহায়তায় থানা ও নৌ পুলিশের একটি দল যমুনা নদী থেকে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ২ জনসহ এ পর্যন্ত মোট ১২টি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও ৪ জন নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত ২৬ মে এনায়েতপুর নৌকা ঘাট থেকে ইব্রাহিম মাঝির যাত্রীবোঁঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীর উদ্যোশে রওনা হয়। কিছুদুর যাবার পর স্থল চর এলাকায় যমুনায় প্রবল স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ও শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়। পরে একে একে আরও ৯টি লাশ ভেসে ওঠে। সব মিলে ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন যাত্রী।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১