বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মে ২০২০

সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাসহ নতুন ১২ করোনা শনাক্ত


সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলায় নতুন ১২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ছয় জন, রায়গঞ্জ উপজেলায় চার জন, বেলকুচি উপজেলায় এক জন ও শাহজাদপুর উপজেলায় একজন রয়েছেন। রায়গঞ্জ উপজেলার মধ্যে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ও এএসআই রায়হান আলী রয়েছেন।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর এতথ্য নিশ্চিত করেছেন।

রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শামীমুর রহমান বলেন, রায়গঞ্জে চার জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুজন পুলিশ অফিসার ও দুজন ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে তারা স্বাভাবিক রয়েছেন। তাদের অবস্থার অবনতি হলে বাগবাটি হাসপাতালে আইসোলেশন সেন্টারে রাখা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১