বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মে ২০২০

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থী আত্মহত্যা


আজ রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছেন মানসুরা আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। ওড়না গলায়  পেচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্নহত্যা করে ওই শিক্ষার্থী।

গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্ৰামে আজ রোববার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। 

নিহত মানসুরা আক্তার ওই গ্রামের আবদুল হান্নানের মেয়ে। তিনি লতিফপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। 

শ্রীপুর থানার এসআই  মো. আলাউদ্দিন বলেন , পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে বাড়িতে কেউ ছিল না। তার মা মাঠে গরু চরাতে গিয়েছিলেন। এই ফাঁকে ওই ছাত্রী নিজের থাকার ঘরের সিলিং এর সাথে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে ফিরে মা তার মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।  পরে পুলিশে খবর দেয়।

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই শিক্ষার্থী মরদেহ হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১