বাংলাদেশের খবর

আপডেট : ০২ জুন ২০২০

স্মার্টফোন কিনে না দেওয়ার গৃহবধূর বিষপানে আত্মহত্যা


স্মার্টফোন কিনে না দেয়ায় নেত্রকোনার কলমাকান্দায় স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেছে এক স্ত্রী।

সোমবার সন্ধ্যার দিকে কলমাকান্দা উপজেলান খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষপানে নিহত খালেদা আক্তার (২২) বাউসাম গ্রামের রাসেল মিয়ান স্ত্রী ও ১ বছর বয়সী ছেলে সন্তানের জননী।

স্থানীয় সুত্রে জানা গেছে , মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় সোমবার বিকালে স্বামী রাসেল মিয়ার সাথে ঝগড়া হয় স্ত্রী খালেদার। ঝগড়ার একপর্যায়ে বিষপান করে খালেদা। পরে পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে খালেদা আক্তারকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসা চলাকালীন সময়েই রাতেই মারা যায় খালেদা।

এদিকে ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে খালেদা আক্তারের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিমের নিকট জানতে চাইলে  তিনি বলেন , সোমবার রাতেই কলমাকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে  ময়নাতদন্তের জন্য  খালেদার মরদেহ পাঠানো হবে । ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যু রহস্য জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১