বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জুন ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-অটো সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তান নিহত


সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তান তিনজন নিহত হয়েছে। এঘটনায় তাদের আরেক সন্তানসহ ভ্যানচালক আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উপজেলার তালগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিনের বাদলবাড়ী গ্রামের কাঞ্চু সূত্রধর (৪০) তার স্ত্রী আন্না রানি (৩৫) ও তাদরে শিশু কন্যা সীমা সুত্রধর (৭)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান,সন্ধ্যায় অটোরিক্সাযোগে কাঞ্চু সূত্রধর তার স্ত্রী আন্না রানি ও তাদের সন্তান সিমা ও শুভকে নিয়ে উল্লাপাড়ার বালসাবাড়ী থেকে শাহজাদপুরে ফিরছিল। অটোরিক্সো তালগাছি এলাকায় পৌছলে পাবনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী সরকার ট্রাভেলস বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আন্না রানী মারা যায়। আহত হয় কাঞ্চু সুত্রধর, তার দুই সন্তানসহ অটোরিক্সা চালক। আহত চারজনকে উদ্ধারকে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে নেয়া। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক কাঞ্চু সুত্রধর ও তার শিশুকন্যা সিমা সুত্রধরদের মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১