বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জুন ২০২০

শ্রীপুরে একদিনে সর্বোচ্চ ২৫ জনের করোনা শনাক্ত


গাজীপুরের শ্রীপুরে একদিনে সর্বোচ্চ ২৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে, উপজেলাটিতে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।  এ নিয়ে শতাধিক ছাড়াল নভেল কোভিড ১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৯ মে ৫৭ জনের কাছ থেকে সংগ্রহ করা নমুনার রিপোর্টে ২৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে মোট ১২৩ জন করোনা  ভাইরাস রোগী ধরা পড়ল।  যার মধ্যে শ্রীপুরের বাইরে আক্রান্ত ৫ জন রয়েছে। নতুন আক্রান্তরা সবাই হোমআইসোলেশনে রয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম দোলন।

নমুনা সংগ্রহকারী (সিএইচিসপি) জহিরুল ইসলাম জানান, আজও ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৮ জন নারী ও ৩৭ জন পুরুষ রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বুথে নিয়মিত করোনা স্যাম্পল সংগ্রহ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১