বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জুন ২০২০

দাগনভূঞায় আরো ১৯ জনের করোনা শনাক্ত


দাগনভূঞা উপজেলায় একই পরিবারের ১২ জনসহ ১৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন পৌরসভার কাউন্সিলরও রয়েছেন।

এ নিয়ে উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬। আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, আজ দুপুরে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৫৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দাগনভূঞা পৌরসভার একজন কাউন্সিলর, পৌরসভা এলাকার ইয়ারপুর ও আমানউল্যাহপুরে ৩ জন, ইয়াকুবপুর ইউনিয়নের দেকরামপুর ও দুধমুখা বাজার এলাকায় ২ জন, জায়লস্কর ইউনিয়নের ছোট আহম্মদপুরে ১ জন, পূববর্চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর হাট সংলগ্ন এলাকায় ১২ জন রয়েছেন। পূর্বচন্দ্রপুরে ১২ জন একই পরিবারের। ওই পরিবারে আগেও ৬ জন আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। শুক্রবার পর্যন্ত ৬৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে আজ পর্যন্ত ৫শ ২৪ জনের প্রতিবেদন আসে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১