বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জুন ২০২০

গোপালগঞ্জে নার্সসহ নতুন করে ২০ জনের করোনা শনাক্ত


গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে নার্সসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪২ জনে।

শুক্রবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছেন।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৩ হাজার ২১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকীদের মধ্যে ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে ৫৮ জন, কাশিয়ানী উপজেলায় ৬৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ৪৬ জন রয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১