বাংলাদেশের খবর

আপডেট : ০৭ জুন ২০২০

কুমিল্লায় করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে মহাসড়কে হাইওয়ে পুলিশ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে কুমিল্লায় করোনা সংক্রমণ রোধে গনপরিবহনে শারীরিক দূরত্ব মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল পর্যবেক্ষণ ও গনসচেতনা বৃদ্ধির লক্ষ্য লিফলেট বিতরন করছে হাইওয়ে পুলিশ।

সকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের কুমিল্লা অংশে গণপরিবহনে করোনা সংক্রমন ঝুঁকি প্রতিরোধে পুলিশী পর্যবেক্ষন ব্যবস্থা জোরদার ও লিফলেট বিতরণ করেন লালমাই হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী টিপুসহ অন্যান্যরা।

জিয়াউল চৌধুরী টিপু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রতিদিন গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করছে। এর মধ্যে বেশির ভাগই যাত্রীবাহী গণপরিবহন। তাই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী ও চালকরা যথাযথভাবে মাস্ক ও জীবানুনাশক ব্যবহার করছে কি না সে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ।

এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড়ে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের শারীরিক দূরত্ব মেনে চলা ও পরিবহনে জীবাননুনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১