বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুন ২০২০

ঈশ্বরদীতে ব্র্যাক ব্যাংকের ম্যানেজারসহ করোনা আক্রান্ত ৬ জন


ব্র্যাক ব্যাংকের ঈশ্বরদী শাখার ম্যানেজারসহ ঈশ্বরদীতে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৯ দাঁড়িয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার রাতে ঈশ্বরদীর এই ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট প্রদান করা হয়েছে।

নতুন আক্রান্তরা হলেন- ব্র্যাক ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার মামীম হোসেন (৪০), ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা স্বামী ও লালপুর উপজেলার কৃষি কর্মকর্তা মামুর রশীদ (৩০), শ্বাশুড়ি জহুরা খাতুন (৬৫), হাসপাতালের বাবুর্চি রফিকুল ইসলাম (৫০), ঈশ্বরদী ভাড়ইমারী গ্রামের এনজিও আশা’র পাবনা শাখার কর্মী জাহাঙ্গীর আলম (৪২)এবং পারমাণবিকের বিদ্যুৎ প্রকল্পের কাজে যোগদান করতে আসা লালপুরের জনি শেখ (২৫)।

উল্লেখ্য, গত ৬ই জুন ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবার করোনার রিপোর্ট পজিটিভ আসে। ৯ই জুন মঙ্গলবার প্রেরিত রিপোর্টে তাঁর স্বামী ও শ্বাশুড়িও করোনা আক্রান্তে বিষয়টি ধরা পড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১