বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুন ২০২০

হাজীগঞ্জে করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো ২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে উপজেলায় করোনা উপসর্গে ৩৯ জন মারা গেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী অফিসার মো. জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সর্দার বাড়ীর আবদুল মমিনকে (৫৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে  ভর্তি করে তার পরিবার। রাত ২টায় আবদুল মমিন মৃত্যুবরণ করেন।

এদিকে শুক্রবার সকাল সোয়া ৯টায় একই উপজেলার পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের আবদুল আউয়াল মারা যান।গত ৫ জুন শুক্রবার করোনা উপসর্গে নিয়ে মারা যান আবদুল আউয়ালের বাবা মো. আবুল বাসার (৭৫)। 

মৃত বাউড়া গ্রামের আবদুল মমিন ও আবুল বাসারের করোনা নমুনা নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারি কর্মকর্তা জসিমউদ্দিন জানান, সদর ইউনিয়নের বাউড়ার আবদুল মমিনের মৃতদেহ সকালে উপজেলা দাফন কমিটির সাথে আমিসহ দাফন করেছে। আবুল বাসারের মৃতদেহ জুম্মার নামাজের পর দাফন করা হবে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১