বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০২০

বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিহত ১, দম্পতি নিখোঁজ 


পটুয়াখালীর বাউফলে লঞ্চের থাক্কায় নৌকাডুবিতে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে এক দম্পত্তি। আজ বৃহস্পতিবার সকাল ৫ টার দিকে নুরাইনপুর বন্দরের লঞ্চঘাটের অদূরে খেয়াঘাট এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল-৪ নামে ঢাকা-কালাইয়াগামী একটি ডবল ডেকার লঞ্চের থাক্কায় নুরাইনপুর লঞ্চঘাটের অদূরের খেয়াঘাট এলাকায় ১০-১২ জন লোক নিয়ে উল্টে যায় নৌকা। পানি থেকে উদ্ধারের কিছু সময় পরেই মারা যান কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামের হাফেজ খানের ছেলে খেয়াঘাট এলাকার চায়ের দোকানী আনোয়ার। নিখোঁজ রয়েছে এ সময় ডুবে যাওয়া একই এলাকার আসলাম ও তার স্ত্রী জান্নাত নামে এক দম্পতি। কাপড়চোপ ভর্তি একটি ব্যাগ পাওয়া গেলেও এখন পর্যন্ত (সকাল সোয়া ৯টা) কোনো সন্ধান মেলেনি তাদের। নিখোঁজ কিংবা ঘটনায় আরো হতাহত আছে কি না উদ্ধারসহ নানা ভাবে সে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা অব্যহত রেখেছেন স্থানীয় লোকজন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে ওই ঘটনায় আহত কিংবা নিখোঁজের সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১