বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০২০

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির কর্মসূচি


আগামী ১৪ জুলাই জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী।

দলের পক্ষ থেকে করোনা সংক্রমণজনিত বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।

এই উপলক্ষে পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপিকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এমপিকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুলাই জাতীয় পার্টির সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, দলীয় কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কুরআন তেলোওয়াত ও মরহুম এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠান।

কেন্দ্রীয়ভাবে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে পার্টির সিনিয়র নেতৃবৃন্দ সকাল ১০ ঘটিকায় রংপুরে এরশাদের কবর জিয়ারত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১