বাংলাদেশের খবর

আপডেট : ২২ জুন ২০২০

শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফ ও অনলাইনে ক্লাস-ভর্তি পরীক্ষা বন্ধ রাখার দাবি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের


করোনাকালীন সময়ে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফ ও অনলাইনে ক্লাস এবং ভর্তি পরীক্ষা বন্ধ রাখার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

আজ সোমবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মাঃ নুরুজ্জামানের কাছে এই স্মারকলিপি তুলে দেন ছাত্রদল নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, করোনাকালীন সময়ে দেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিক মন্দগার শিকার। যে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের বেতন যেন মুওকুফ করা হয়। এছাড়া অনলাইনে ক্লাসের যে কার্যক্রম চলছে ইন্টারনেটের উচ্চমূল্য ও নেটওয়ার্ক স্বল্পতার কারণে এই ক্লাসে সবার অংশ নেয়া সম্ভব হচ্ছে না। তাই অনলাইনে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখারও দাবি জানান তারা।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি নোমান চৌধুরী, কুমিল্লা

ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জোবায়ের জিলানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১