বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুলাই ২০২০

ঈশ্বরদীতে করোনার সার্টিফিকেট জালিয়াতি, গ্রেপ্তার ‌১


ঈশ্বরদীর রূপপুর মেডিকেয়ার ক্লিনিকের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ ও ভুয়া সনদ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার গভীর রাতে ক্লিনিক মালিক আব্দুল ওহাব রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই থেকে বিদ্যুৎ প্রকল্পসংলগ্ন একটি মাঠে তাঁবু টানিয়ে করোনার নমুনা সংগ্রহ করছিল রূপপুর মেডিকেয়ার। এ জন্য প্রতিষ্ঠানটির মালিক আব্দুল ওহাব রানা নমুনা প্রতি পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা ফি হিসেবে নিচ্ছিলেন। এরই মধ্যে প্রায় আড়াই হাজার নমুনা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।

বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা ৫০টি নমুনা পরীক্ষা করায় সাড়ে তিন হাজার টাকা করে ফি দিয়ে। তবে এরই মধ্যে চার-পাঁচ শ সনদ দেন রানা, যার মধ্যে বেশির ভাগই ভুয়া।

পুলিশের ভাষ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) নিয়োজিত রুশ কোম্পানি টেস্ট রোসেমসহ অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের করোনার ভুয়া সনদ দিয়ে আসছিল ওই প্রতিষ্ঠানটি।

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসীর উদ্দিন বলেন, ‘আটককৃত আব্দুল ওহাব রানাসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১